• সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে মাদকসহ ছাত্রদলের নেতার পিতা গ্রেফতার ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ঠাকুরগাঁওয়ে পানি নিয়ন্ত্রণ অবকাঠামো এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ আবারও মেসির জোড়া গোল,বড় জয়ে মায়ামি হাকিমপুরে কিন্ডারগার্ডেন স্কুল সোসাইটির কমিটি গঠন সভাপতি মোস্তফা সম্পাদক আওলাদ রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: নিহত ১, আহত ১২ ‎পিরোজপুরে জিয়াউর রহমান’র ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জাসাস’র মানববন্ধন রাজধানীতে পুলিশের নাম ভাঙিয়ে গণপরিবহনে বেপরোয়া চাঁদাবাজি

ইকো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ও ইকো ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের শুভারম্ভ

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইকো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ইআইইটি) ও ইকো ইনস্টিটিউট অফ এগ্রিকালচার (ইআইএ)। গতকাল (১৮ জুলাই ২০২৫) শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ছোট খোচাবাড়ী এলাকায় অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও নামফলক উন্মোচনের মাধ্যমে শুভারম্ভ করা হয় দুইটি প্রতিষ্ঠানের। এরপর জুলাই বিপ্লব ২০২৪-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইআইইটি ও ইআইএ’র চেয়ারম্যান ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাজমুল হক সুমন,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো: আনোয়ারুল কবীর এবং বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা ফয়সল আমীন।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইআইইটি ও ইআইএ’র ভাইস চেয়ারম্যান এবং ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

বক্তারা বলেন, এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী ও যুবসমাজের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে। আধুনিক প্রযুক্তি, কৃষি শিক্ষা ও বাস্তবভিত্তিক পাঠক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হবে এই ইনস্টিটিউটগুলোর মূল লক্ষ্য।

তারা আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি নেতৃত্ব দিয়েছে, সেই ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ইতিমধ্যেই সমাজ উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। বক্তারা ইএসডিও’র এমন উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরণের শিক্ষাবান্ধব পদক্ষেপকে দেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোহেল/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com