ঠাকুরগাঁও প্রতিনিধি: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।
পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বনজ ও ফলজ গাছের চারা এবং সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ক্রমবর্ধমান নগরায়ণ ও শিল্পায়নের ফলে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণই একমাত্র কার্যকর সমাধান।
তারা আরও বলেন, বৃক্ষমেলা সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করবে এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এবারের বৃক্ষমেলায় ২৫টি স্টল বসানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সারি মালিকরা বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ঔষধি ও ফুলের গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য স্টল সাজিয়েছেন।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/