ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল লতিফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারগুন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের দানারহাট এলাকা থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন আব্দুল লতিফ। পথে ঢলোডাঙ্গী মাদ্রাসা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে অবৈধভাবে চলাচলকারী এসব ট্রাক্টরের বেপরোয়া গতিই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।
indian pharmacy: MedicineFromIndia – Medicine From India
Medicine From India: indian pharmacy online shopping – indian pharmacy
best canadian pharmacy: Express Rx Canada – buying from canadian pharmacies
best canadian pharmacy: Express Rx Canada – canada pharmacy online legit