“কর্ণেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও” নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে অসহায়,দুস্থ, দরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের’কে নতুন কাপড় দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন।
সোমবার (১৪ এপ্রিল ১৪৩২বঙ্গ) দুপুরে ঠাকুরগাঁও শহরে’র আশ্রমপাড়া শিশু পার্কে এই এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সিদ্দিক বাবু এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন কাপড় দিয়ে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান পয়গাম আলী।বিশেষ অতিথি সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও সংগঠনের সহ-সভাপতি গোলাম সারোয়ার চৌধুরী, সহ সাবেক কাউন্সিল শফিউল এনাম পারভেজ, নুর ইসলাম নুরু।
আরো উপস্থিত ছিলেন কর্ণেট সাংস্কৃতিক সংসদ এর সহ-সভাপতি বেগম আনার কলি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদ ইকবাল জুলফিকার আলী সহ কর্ণেট সাংস্কৃতিক সংসদ এর সদস্য’রা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি পয়গাম আলী জানা’ন, কর্নেট সাংস্কৃতিক সংসদ যে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।সমাজের অসহায় দুস্থ দরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের এগিয়ে নিতে ও তাদের মূল স্রোতধারায় নিয়ে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সে সময় সমাজের বিত্তবানদের এসব অসহায়, দুস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানাই।
কর্নেট সাংস্কৃতিক সংসদ এর সভাপতি এবিএম সিদ্দিক বাবু জানান,নতুন কাপড় পেয়ে শিশু’রা আনন্দ পেয়েছে। তাদের খুশি আমাদের খুশি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাল চৌধুরী বলেন, নতুন বছরে নতুন কাপড় শিশু’দের দিতে পেরে এবং শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে ভালো লাগছে।সমাজের ভালো কাজগুলো প্রচেষ্টা করার লক্ষ্যে কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও নিরলস ভাবে কাজ করে যাবে।
https://slotbet.online/
Awesome content as always. Keep up the great work!
Thanks for the valuable information. It really helped me understand the topic better.
Interesting read! Do you have any tips for beginners on this?
Well-written and informative. I appreciate the depth of your analysis.
Very informative post, thank you for sharing!
Medicine From India: Medicine From India – indian pharmacy
mexico pharmacies prescription drugs: mexico drug stores pharmacies – Rx Express Mexico
medicine in mexico pharmacies: mexico pharmacies prescription drugs – buying prescription drugs in mexico
online ed medicine ed med online or ed medications cost
https://images.google.kg/url?sa=t&url=https://eropharmfast.com online ed treatments
pills for ed online cheap boner pills and п»їed pills online erection pills online
buy antibiotics from india best online doctor for antibiotics or cheapest antibiotics
https://toolbarqueries.google.dj/url?q=https://biotpharm.com antibiotic without presription
get antibiotics without seeing a doctor Over the counter antibiotics pills and buy antibiotics online buy antibiotics over the counter