খুলনা ব্যুরোঃ খুলনায় সুন্দরবনে অভিযান চালিয়ে হতে ১১০ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটকৃত হরিণ শিকারী মোঃ আরিফুল সরদান (২৪) খুলনার দাকোপ থানার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান টিম সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী শাহজাহান, অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস সহ ০২ টি বোট রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারীকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
এসময় উক্ত কর্মকর্তা বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।
কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ ইসলাম /টাঙ্গন টাইমস
https://slotbet.online/
canadian pharmacy ltd: ExpressRxCanada – reputable canadian online pharmacy
medicine courier from India to USA: MedicineFromIndia – indian pharmacy
mexican online pharmacy: Rx Express Mexico – mexico pharmacy order online
canadian pharmacy prices: Canadian pharmacy shipping to USA – canadian pharmacy no scripts