মুসলিমুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:বড়পুকুরিয়ায় টানেল শ্রমিকদের স্থায়ী নিয়োগ, পুনর্বাসন, কোম্পানির মূল চুক্তিতে অন্তর্ভুক্তি এবং চিকিৎসা সহায়তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির মূল ফটকে টানেল (জেএসএমই) প্রকল্পের শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। সমাবেশ থেকে খনি কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি মানা না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবু, লিটন খান, গোলাম রব্বানী ও বখতিয়ার হোসেনসহ অন্যরা।
উল্লেখ্য, ২০১৮ সালে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান এক্সএমসি ও দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠান সিএমসি বড়পুকুরিয়ায় একটি টানেল নির্মাণ প্রকল্প শুরু করে, যা চলতি বছরের অক্টোবর মাসে শেষ হওয়ার কথা। সেখানে চীনা শ্রমিকদের পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত রয়েছেন ১৭৪ জন দেশীয় শ্রমিক। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর তাদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ তাদের কোনো স্থায়ী নিয়োগপত্র নেই।
শ্রমিকরা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে খনি কর্তৃপক্ষের এমডি সাইফুল ইসলাম বলেন, “শ্রমিকরা প্রকল্প শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্দোলন করছে, তবে এসব বিষয় আমাদের এখতিয়ার বহির্ভূত।”
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/