ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা, নাকি আত্নহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে মাদ্রাসাপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সফিকুল ইসলাম (৪৫) মাদ্রাসাপাড়া মহল্লার জয়নাল আবেদিনের ছেলে। সে টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা। পাঁচ সন্তানের জনক। সে কাপড়ের ব্যবসা করতো।
নিহতের পরিবার ও এলাকাবাসি জানায়, সফিকুল ইসলাম চলতি মাসের ৯ জুন সৈয়দপুরে কাপড় আনতে গিয়ে ছিনতাইকারির (মলমপার্টি) স্বীকার হয়। আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরলে গতকাল ১২ জুন গভীর রাতে বাড়িতে ফিরে। তার মোবাইল ফোন পরবর্তীতে সালন্দর ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানায়, তিনি গতকাল রাতে বাড়িতে ফেরার পরে একটি সুসাইট নোট লিখে। সেখানে ৭ জনের নাম উল্লেখ করে লিখে নাম মো: শফিকুল ইসলাম আমি নিজে স্ব-জ্ঞানে লিখলাম। আমার মৃত্যুর জন্য দায়ি তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসি জানায়, সফিকুল যদি আত্নহত্যা করে তাহলে অনেক গুলো লক্ষণ দেখা যাবে কিন্তু তেমন কোন লক্ষণ দেখা যায়নি। যেখানে ঝুলন্তর অবস্থায় ছিল। সেটি একটি টিনের চালা ঘর। বারান্দায় ঝুলন্ত বাঁশের সাথে। গলায় কোন ফাঁস লাগানো ছিল না এবং দেহটি মাটির সাথে লাগানো ছিল।
ঠাকুরগাঁও সদর থানার (অফিসার ইনচার্জ)ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Medicine From India: top 10 pharmacies in india – Medicine From India
mexican online pharmacy: mexico pharmacies prescription drugs – pharmacies in mexico that ship to usa