সম্প্রতি আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার।বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম অনেকে দ্বিতীয় বলে থাকেন। কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে, ১ সেকেন্ডের ১৬ ভাগেরও ১ ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি।
রাসেল ভাইপার যে মানুষকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর। অনেক সময় বিষ নিস্ক্রিয় করা গেলেও দংশিত স্থানে পচন ধরে। তারপর খুব অল্প সময়ের মধ্যেই রোগী মারা যান। পচা অংশ কেটে ফেলার পরেও জীবন বাঁচানো যায় না। দ্রæত পচন ধরে সারা শরীরে।(তথ্য সূত্র দৈনিক পত্রিকা)
আসুন আমরা জেনে নিই বিষধর প্রাণী সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকার আক্রমণ থেকে বাঁচতে যে দোয়া পড়ব। হাদীস শরীফে বর্ণিত হয়েছে-
“عن أبي هريرة-رضي الله عنه- أنّه قال: جاء رجل إلى النبيّ -صلّى الله عليه وسلّم- فقال: يا رسول الله، ما لقيتُ من عقرب لدغتْني البارحة، قال: ” أما لو قلتَ حين أمسيتَ: أعوذُ بكلمات الله التامّات من شرِّ ما خلق، لم تضُرَّك”.
আবু হুরাইরা রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, গতরাতে আমাকে একটি বিচ্ছু কামড় দিয়েছিল, তাতে আমি কী যে কষ্ট পেয়েছি! তিনি বলেন, যদি তুমি সন্ধ্যার সময় বলতে, ‘আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে’, তবে তা (বিচ্ছু বা বিষধর প্রাণি) তোমার কোনো ক্ষতি করত না।[সহীহ মুসলিম, হাদীস–২৭০৯; সুনান আবু দাউদ, হাদীস–৩৮৯৯]
দোয়াটি হলো,
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক’।
অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি’যেভাবে পড়ব সকাল-সন্ধ্যা আয়াতুল কুরসী, তিন বার করে তিন ক্ব্লু(সূরা ইখলাস, সূরা ফালাক্ব, সূরা নাস) এবং উপরোক্ত দোয়াটি তিন বার পড়বে।(জামিয়াতুল উলূম আল ইসলামিয়া আল্লামা ইউসুফ বিন নূরী করাচি, ফতোয়া নম্বর ১৪৪৫০২১০১০৬১)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষধর প্রাণী বিশেষ করে রাসেল ভাইপার সহ সমস্ত সাপ-বিচ্ছু বিষাক্ত পোকামাকর থেকে রক্ষা করুন।
মুফতী মাহমুদ হাসান, শিক্ষক, লেখক ও গবেষক
buying generic clomiphene tablets can i get clomiphene prices can i get clomiphene online where can i buy generic clomiphene tablets cheapest clomiphene pills where to get generic clomid without dr prescription cost of generic clomiphene for sale