পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন, মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। অন্যান্যদের মধ্যে আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচায় পত্র পাওয়া গেলেও অন্যদের তথ্য এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন। এ সময় ৪ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সকলেই মারা গেছেন। এ মধ্যে ৪ জন শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। মরদেহ গুলো পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
buy cheap clomiphene pill how to buy generic clomid cost of clomid without insurance can i order cheap clomid without rx can you buy cheap clomid without a prescription where can i buy generic clomiphene without dr prescription clomiphene remedio