খুলনা ব্যুরো : খুলনা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতা মো. সাহেদ হোসেন তার সহযোগী ফুজ্জাত আলী কে আটক করেছে।
শনিবার (২৬ অক্টোবর) মধ্যেরাতে জেলার বটিয়াঘাটা উপজেলায় বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড তাদের আটক করে।
অভিযানকালে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাক এবং আইডি কার্ডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে।
তারা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার কর্মকতা লেঃ মাহবুব হোসেন জানান, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
ed pills cheap ed treatment or online ed medications
https://cse.google.st/url?sa=t&url=https://eropharmfast.com cheapest ed online
boner pills online ed prescriptions online and online ed medicine cheap boner pills
buy antibiotics over the counter best online doctor for antibiotics or buy antibiotics from india
https://clients1.google.com.ua/url?q=http://biotpharm.com buy antibiotics over the counter
buy antibiotics buy antibiotics from india and get antibiotics quickly get antibiotics without seeing a doctor