জাহিরুল ইসলাম রনি :ঠাকুরগাঁও সরকারপাড়ার বাসিন্দা স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি সহকর্মী সাংবাদিক ইব্রাহিম আলমের একমাত্র ছেলে অর্ণব(৭) ফুফুর বাড়িতে বেড়াতে যায়, সেখানেই বিষধর সাপের কামড় মৃত্যু হয়।
জানাজায়, বুধবার বিকেল সাড়ে তিনটা’র দিকে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ভাবে সেখানে তাকে ওঝা দিয়ে ঝাঁড়-ফুক করানো হয়। কিন্তু অবস্থা আরো অবনতি হলে সন্ধ্যায় তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এতে করে ওই পরিবার সহ এলাকা ও জেলা’র গণমাধ্যম কর্মীদে’র মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক বিশাল রহমান তার সোশাল মিডিয়া ফেসবুক আইডিতে ওঝা’দের বিরুদ্ধে খোব প্রকাশ করে পোস্ট করেন ,ঈদের দু’দিন আগে এই মাসুম শিশুটি’র সাথে টাংগন রেষ্টুরেন্টে একসাথে ইফতার করেছিলাম।এলাকা থেকে ওঝাদের ঝেটিয়ে বিদায় করার সময় এসেছে। সাপে কামড় দেওয়ার সাথে সাথে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসলে হয়তো শিশুটি বেঁচে যেতো।
https://slotbet.online/
Ümraniye su kaçağı tespiti Cihazlarla nokta atışı yapmaları çok büyük avantaj sağlıyor. https://nonprofitmissouri.org/author/kacak/