ঠাকুরগাঁও প্রতিনিধি: সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই কেজি গাজাসহ এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারস্থ পারপূগী এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।
আটককৃত নারী শ্রীমতি কৃষ্ণা রানী (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ কামারপাড়া গ্রামের সুমন কর্মকারের স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারস্থ পারপূগী এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান পরিচালনা করে। এ সময় দুই কেজি গাজাসহ ওই নারীকে আটক করা হয়। অভিযান পরিচালনার সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
তবে জানা গেছে এই মাদকের মুল হোতা সুমন কর্মকার। একই এলাকার জগেশ কর্মকারের ছেলে। সে মাদক ব্যবসার সাথে জড়িত।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুর রহমান বলেন আটক ওই নারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে হাজতে পাঠানো হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
mexico pharmacy order online: mexican rx online – mexico drug stores pharmacies
mexican online pharmacy: Rx Express Mexico – mexico pharmacy order online
best canadian online pharmacy: canadian pharmacy 365 – vipps approved canadian online pharmacy
northern pharmacy canada: Canadian pharmacy shipping to USA – canadian pharmacy mall