হিলি ( দিনাজপুর) সংবাদ দাতা : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ডালিম কুমার রায় (৩২) নামে এক বাংলাদেশি নাগরিককে ছয় ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই যুবককে বিজিবির হিলি আইসিপি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেনের কাছে হস্তান্তর করেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজ কামাল।
এর আগে দুজনের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ওই বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় হস্তান্তর করে বিজিবি।
ডালিম কুমার রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার বানপাড়া গ্রামের কালিপদ রায়ের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ডালিম কুমার রায় নামে এক ব্যক্তিকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে বিএসএফ তাকে আটক করে বিজিবির কাছে ফেরত দেয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
real canadian pharmacy: online canadian drugstore – the canadian drugstore
canadian world pharmacy: Generic drugs from Canada – safe online pharmacies in canada
canadian pharmacy oxycodone: Buy medicine from Canada – buying from canadian pharmacies
medicine courier from India to USA: MedicineFromIndia – medicine courier from India to USA
canadian pharmacy king reviews: Express Rx Canada – canada online pharmacy