ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অটোরিক্সা স্টার্ট দিতে গিয়ে অটোর নীচে চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় বানিয়াপাড়া দানারহাট গ্রামে শিশুটির বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মো: আনাস (৪) ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় দানারহাট গ্রামের জালালের ছেলে।
নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে এক প্রতিবেশী অটোরিক্সা দাঁড়িয়ে রেখেছিল। শিশুটি হঠাৎ অটোরিক্সায় উঠে গাড়িতে থাকা চাবি দিয়ে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটি উল্টে যায়। এ সময় শিশু আনাস অটোর নীচে চাপা পড়ে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা: মো: নুরুজ্জামান বলেন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
canadianpharmacymeds: Express Rx Canada – trusted canadian pharmacy
canadian online pharmacy: Express Rx Canada – rate canadian pharmacies
canadian pharmacy online store: Canadian pharmacy shipping to USA – canadian pharmacy phone number
Medicine From India: indian pharmacy online shopping – indian pharmacy online shopping