ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী শিল্প পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পৌর শহরের সাধারণ পাঠাগার লাইব্রেরি মাঠে আয়োজিত এ মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।
তিনি বলেন, এলাকায় তেমন মেলা আয়োজনের মাঠ না থাকায় মানুষজন তেমন বিনোদন উপভোগ করতে পারেনি। সেই বিনোদন প্রদানের লক্ষ্যে এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন দেশী ও বিদেশি পণ্যের সমারোহ নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা সকলে মিলে উপভোগ করবো ও মেলা শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
ড্রীম ফ্যাশন এর সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী এ মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডস ও মুখরুচক খাবারের দোকান, দেশি-বিদেশি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, পোশাক ও আসবাবপত্রের ৩৫ টিরও বেশি স্টল বসানো হয়েছে।
উদ্বোধনের দিনেই মেলায় উপচে পড়া ভীড় দেখা যায়। স্টলগুলোতে বিভিন্ন পণ্য বিক্রিতে ব্যস্ত দোকানদারেরা অন্যদিকে খেলাধূলার রাইটসগুলোতে উপভোগ করছে শিশুরা।
প্রথম দিনেই মেলায় আসা কয়েকজন দর্শনার্থীরা জানান, ঠাকুরগাঁওয়ে বিগত বছরের তুলনায় এ মেলাটি অনেকটাই ভিন্ন। বিশেষ করে বাচ্চাদের জন্য বিভিন্ন ইভেন্ট রয়েছে। মুখরোচক বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে প্রসাধণী সামগ্রীর অনেক দোকান রয়েছে। মেলার গেট থেকে শুরু করে ভিতরে লাইটিং সিস্টেম অনেক সুন্দর।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
clomiphene for men clomid cost generic clomid without insurance can you get clomiphene without insurance can you get clomiphene pills can i get cheap clomiphene how to buy clomid no prescription