ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুদ সরকার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৩ মে) ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১১টি পদের মধ্যে ৪টিতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
সভাপতি পদে চেয়ার প্রতীকে আব্দুল ওয়াদুদ সরকার ৪৮ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের আবুল হোসেন পেয়েছেন ২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে মোজাম্মেল হক পেয়েছেন ৪৬ ভোট, যেখানে বাইসাইকেল প্রতীকে হাফিজুর রহমান পেয়েছেন ২৮ ভোট।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আলমগীর। সহ-সম্পাদক পদে গরু গাড়ি প্রতীকে দেলোয়ার হোসেন ৪৫ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকে আব্দুল মালেক পেয়েছেন ২৯ ভোট।
প্রচার সম্পাদক হিসেবে মোরগ প্রতীকে নরেশ চন্দ্র বর্মন ৪৫ ভোটে নির্বাচিত হন, বৈদ্যুতিক পাখা প্রতীকের আলতাবুর রহমান পেয়েছেন ২৮ ভোট। দপ্তর সম্পাদক পদে মাইক প্রতীকে মনমথ অধিকারী পেয়েছেন ৪১ ভোট এবং বই প্রতীকে জুয়েল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
অর্থ সম্পাদক সচিন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী এবং কার্যকরী সদস্য হিসেবে আওয়াল হোসেন, মনির হোসেন, ওবায়দুর রহমান ও পশির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম এবং কর্মকর্তা শামসুন্নাহার ও জাহিদুর রহমান। এছাড়া উপ-কমিটিতে ছিলেন আব্দুল মানিক ও সফিউল আলম।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও ছিল।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, “ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আগামীর দিনগুলোতে আমরা সকলের পাশে থাকার চেষ্টা করবো।”
সোহেল/টাঙ্গন টাইমস
can you get cheap clomid prices where can i get generic clomiphene without dr prescription buying clomid tablets can i purchase cheap clomiphene online can i order generic clomid online where to get clomid pill where to buy cheap clomid no prescription