অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বালুবাহী ট্রাক্টর দিয়ে কবরস্থানে মাটি ভরাট করে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে ফেরার পথে কবরস্থান গেটে সাথে বডি ছাঁদ ধসে হযরত আলী (৩৫) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়।
বুধবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী বাচোর ইউনিয়নের টেকিয়া মেহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত আলী সকাল থেকেই কবরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি কবরস্থান গেটের ছাঁদের সাথে লাগলে ছাঁদ ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
can i get generic clomid online where to buy cheap clomiphene pill order generic clomiphene prices get generic clomid without insurance can i purchase clomiphene without rx where can i buy cheap clomid pill where can i get clomid without prescription