ঠাকুরগাঁও প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শিল্প পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি, পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. শরিফুল ইসলাম শরিফ।
ড্রীম ফ্যাশনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফারাতুন নাহার প্যারিস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান মিঠু এবং আয়োজক প্রতিষ্ঠান ড্রীম ফ্যাশনের প্রোপ্রাইটর নাবিলা তাবাসসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় প্রায় ৬০-৭০টি বিভিন্ন ধরনের স্টল বসেছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
can i purchase generic clomiphene prices can i order cheap clomiphene pills where buy cheap clomid pill where can i get generic clomid without prescription where buy clomid without prescription how to buy generic clomiphene pill where to get generic clomiphene tablets