ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও শহরের পরিচিত মুখ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গাফরান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (গতকাল) সকাল ৭টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম গাফরান দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে ঠাকুরগাঁও ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুমের প্রথম জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ৯টায় তাঁর মরদেহ ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতাল (স্বাস্থ্যসেবা হাসপাতাল) প্রাঙ্গণে নেওয়া হবে। সেখান থেকে সকাল ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে মুন্সিপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবার সদস্যরা।
মরহুমের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তা, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাসুদুর রহমান মুনা, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম কামু, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/