ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও এলাকায় কবরস্থানে মাটি ভরাটের কাজ চলাকালে গেট ধসে পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকালে পাঁচপীর গোরস্থান প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালকের নাম হযরত আলী (৩২)। তিনি উপজেলার টেকিয়া মহেষপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবরস্থানের ভূমি উঁচুকরণের জন্য সেখানে মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় একটি ট্রাক্টর মাটি নিয়ে কবরস্থানে প্রবেশ করার সময় ট্রাক্টরের বডি মেইন গেটের ছাদের সঙ্গে ধাক্কা খায়। এতে গেটের ছাদ ভেঙে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন চালক হযরত আলী।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/