ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয় দখলে নিয়েছে ‘জুলাই যোদ্ধা’ নামে একটি নতুন সংগঠন।
সোমবার (১৪ মে) দুপুর ১টা ১০ মিনিট থেকে ২টার মধ্যে মো. রায়হানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ করেই সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে তালাবদ্ধ কার্যালয়ের তালা ভাঙেন এবং ভেতরে ঢুকে নিজেদের ব্যানার ঝুলিয়ে দেন। পরে ভবনের একটি কক্ষে তারা অফিস চালুর ঘোষণা দেন এবং আরেক কক্ষে জিমনেসিয়াম করার পরিকল্পনার কথা জানান।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম ও সবুজ। তারা জানিয়েছেন, সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা হয়নি, তবে শিগগিরই তা প্রকাশ করা হবে।
সংগঠনের আহ্বায়ক মো. রায়হান বলেন, “নিষিদ্ধ রাজনৈতিক দলের এ কার্যালয় দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। আজ থেকে এটি আমাদের নিয়ন্ত্রণে। এখান থেকেই আমরা সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করব।”
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর দেশের নানা স্থানে রাজনৈতিক দলের পরিত্যক্ত কার্যালয়গুলো বিভিন্ন সংগঠনের দখলে চলে যেতে থাকে।
এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/