ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন-ভাতা সহ ৫ দফা দাবিতে মানবন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (১৭ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তারা তাদের দাবিগুলো নিয়ে বলেন, মসজিদ ভিত্তিক ৮ম পর্যায়ের এ প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার পূর্বে জানুয়ারি ২৫ সাল থেকে অদ্যাবধি বকেয়া ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে, কর্মরত সকলের পদসহ তাদের রাজস্বভূক্ত করতে হবে, ৭ম পর্যায়ের বিদ্যমান জনবলকে ৮ম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে, কেয়ারটেকার ও কর্মীদের স্কেল ভূক্ত করে বেতন-ভাতা প্রদান করাসহ শিক্ষকদের বেতন-ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। অবিলম্বে তাদের দাবিগুলো বিবেচনা না করলে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার বরাবরে ৫দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনের আয়োজকেরা।
সোহেল/টাঙ্গন টাইমস