হিলি(দিনাজপুর)প্রতিনিধিঃ
বিরামপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, সামাজিক ভারসাম্য রক্ষায় গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শুধু তাই নয় গাছের ছেড়ে দেওয়া অক্সিজেন মানুষ গ্রহণ করে জীবন বাঁচিয়ে রাখে।
গাছ রোপনের মাধ্যমে বাস্তব প্রতিফলন ঘটাতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন লোক জনের মাঝে ২১ হাজার ৬ শত গাছের চারা বিতরণ করা হয় ।
অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই উপজেলা চত্বরে কয়েকটি গাছের চারাও রোপন করেন।
সোহেল/টাঙ্গন টাইমস