ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাংবাদিক মুনছুরের উপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। তিনি ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, স্থানীয় দৈনিক বাংলার আলোর আইন উপদেষ্টা ও জাতীয় দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক মুনসুর আলী জানান, বৃহস্পতিবার বিকেলে ঐ এলাকায় তিনি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে যান। ওই সংবাদের জেরে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি কালাম ও তার পিতা আবুল হোসেনসহ তাদের সন্ত্রাসী বাহিনী ১৫-২০ জন পূর্বপরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা মুনছুর আলীর ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি মারাত্মক শারীরিকভাবে লাঞ্ছিত হন।
বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এই বর্বর ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা একযোগে এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস বলেন, মুনছুর সাহেব জেলার বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ কর্মী। সংবাদকর্মীদের উপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সন্ত্রাসী সেই হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
অন্যদিকে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক সোহেল তানভীর বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের এরকম হামলা দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হুমকির মুখে দাঁড়াচ্ছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ভূক্তভোগী সাংবাদিক মুনছুর আলী আরো জানিয়েছেন, তিনি ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/