পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:বড় পুকুরিয়া কয়লা খনির ভু-অভ্যন্তরে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে খনির ১৩০৫ ফেইজে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ওয়াং জিয়াংহু (৫৫), তিনি ছিলেন সিফট ইনচার্জ।
জানা গেছে, পাওয়ার সাপোর্ট অপসারণের সময় হঠাৎ মেশিনারির চাপায় পড়েন তিনি। এতে সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারান। পাশে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে খনির সার্ফেস ভাগে নিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বড় পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক জাফর সাদিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এখন সিদ্ধান্ত নিচ্ছে—ওয়াং জিয়াংহুর মরদেহ বাংলাদেশেই দাফন করা হবে, নাকি চীনে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা ছিল।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/