পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:বড়পুকুরিয়া কয়লা খনির পাশে পরিত্যক্ত ডেটোনেটর ( বিস্ফোরক )বিস্ফোরণে এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীর ডান হাতের কব্জি উড়ে গেছে।
আজ বুধবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।
আহত শিশু ইলিয়াস (১১)চৌহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে।সে চৌহাটি সালাফিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।
স্থানীয়রা জানন, ১১টার দিকে কয়লাখনি এলাকার ডাম্পিং এলাকা থেকে শিশু শিক্ষার্থী ইলিয়াস খেলতে গিয়ে একটি ধাতব বস্তু পেয়ে কৌতূহলবশত তা নাড়াচাড়া করতে-করতে বাড়িতে নিয়ে যায়।এরপর মোবাইলের নষ্ট ব্যাটারির সাথে সেটির সংযোগ দিলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয় এবং আঙুল খুলে পড়ে ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়ে যায়।
আহত শিশুটিকে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এখন সেখানেই তার চিকিৎসা চলছে। এ সংবাদ পাঠানো পর্যন্ত সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্হল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
সোহেল/টাঙ্গন টাইমস