টাঙ্গন ডেস্ক:আজ (বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে,শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের পর এবার স্বরূপে ফেরার প্রত্যয় নিয়েই মাঠে নামছে টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ বরাবরই তুলনামূলক ভালো করে থাকে,তাই এই সিরিজকে ঘিরে দল ও সমর্থকদের মধ্যে রয়েছে বাড়তি প্রত্যাশা।
ফিরেছেন সাইফ উদ্দিন,দলে তারুণ্যের ঝলক প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এবার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। পাশাপাশি দলে আছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার,যারা এবার নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে,দলের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে আছেন লিটন দাস,ইমন,রিশাদ হোসেন,তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। যাদের ফর্ম এই সিরিজের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চেনা মাঠে আত্মবিশ্বাসী লঙ্কানরা ঘরের মাঠে খেলতে নামছে শ্রীলঙ্কা,যেখানে তারা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। দলের সিনিয়র ক্রিকেটাররা যেমন- কুশল মেন্ডিস,ধনঞ্জয়া ডি সিলভা,তেমনি রয়েছেন কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার যারা এই ফরম্যাটে আগ্রাসী ক্রিকেট খেলতে পারদর্শী।
সিরিজের প্রথম ম্যাচ জিতে শুরুটা ভালো করাই দুই দলের লক্ষ্য। এই ম্যাচ দিয়েই শুরু হবে আসল লড়াই।ক্রিকেট ভক্তদের জন্য আজকের রাত হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর। টাইগাররা কি পারবে লঙ্কানদের মাটিতে জয় দিয়ে সিরিজ শুরু করতে? উত্তর মিলবে সন্ধ্যা সাড়ে সাতটার পর।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/