ঠাকুরগাঁও প্রতিনিধি:স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের ১৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। “রক্তে গাঁথা মানবতা, ১৫ বছরে বাঁধনের সেবা ও ভালোবাসা!” এই শ্লোগানে শুক্রবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে মিলনমেলা শুরু হয়।
“বাঁধন” ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন পরিচালনা কমিটির আয়োজনে শুরুতেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: আবুল খয়ের মো: আব্দুল মজিদসহ অন্যান্য অতিথিবৃন্দ। একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে “বাঁধন” সরকারি কলেজ ইউনিটের জন্মদিন পালন করেন অতিথিবৃন্দ।
পরে সরকারি কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় “বাঁধন” সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো: সুমাইয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: আবুল খায়ের মো: আব্দুল মজিদ, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো: মনোয়ার হোসেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আলতাফুর রহমান, অত্র কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক মো: আনিসুর রহমান, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র রায়, বাঁধন সরকারি কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়ক মো: আসাদুজ্জামান শামিম, প্রতিষ্ঠাকালীন আহবায়ক মো: মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন “বাঁধন” সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মুনিকা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ও উপদেষ্টা মো: আব্দুল খালেক, মো: সোয়েল রানা, মো: মুকুল হোসেন রনি, মো: মাহমুদুল হাসান সুমন, মো: জাহানুর আলম, মো: এনায়েত, মো: মোস্তাফিজুর রহমান মিঠুসহ সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন কর্মী, সদস্যগণ। বিকেলে খেলাধুলা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
“বাঁধন” যার মূল উদ্দেশ্য, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, স্বেচ্ছায় রক্তদান এবং অন্যান্য সেবা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলা। এই লক্ষ্যে ও উদ্দেশ্যে ২০০৭ সালে শাখা কমিটি গঠন করে কার্যক্রম শুরু হয়। পরবর্তিতে ২০১০ সালের ১০ই জুলাই “বাঁধন” সরকারি কলেজ শাখা থেকে ইউনিট ঘোষণা হয়।
সোহেল/টাঙ্গন টাইমস