ঠাকুরগাঁও প্রতিনিধি: রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে ছাত্রজনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে এক ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই চাঁদাবাজরা দেশটাকে অস্থিতিশীলতায় পরিণত করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এরা কিভাবে চাঁদাবাজি করে। কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। স্বাধীন দেশে এদের কোন স্থান নেই। চাঁদাবাজদের সহ সকল দলের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করে বক্তারা আরো বলেন, এ স্বাধীন দেশে এ ধরণের কর্মকান্ড চলতে থাকলে আপনাদের অবস্থাও সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হবে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেখানে এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই।
বক্তারা দাবি জানান, হত্যাকান্ডে যারা জড়িত, তারা যেই দলেরই হোক না কেন, তাদের দ্রত বিচার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, একই ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে চৌরাস্তায় এসে ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সোহেল/টাঙ্গন টাইমস