টাঙ্গন ডেস্ক:খুলনা মহানগরীর সদর থানাধীন স্টেশন রোড সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় লেঃ কমান্ডার এম রাশাদ মাহমুদ অংকন এর নেতৃত্বে নৌ বাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ৩২৫.৫ লিটার অবৈধ চোলাই জব্দ করা হয়। এ অবৈধ মদ বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে রূপসার দুর্জনী মহলের আব্দুর রহিম মোল্যার পুত্র
রফিকুল ইসলাম(৩০) এবং কাশিপুর, লিটনের বাড়ির ভাড়াটিয়া মোক্তার মোল্যা (৪১) নামে ০২ জনকে আটক করে।পরে মাদক অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আটককৃত ২জন মাদক কারবারীকে চোলাই মদসহ খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে উক্ত ঘটনার বিষয় খুলনা সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।
https://slotbet.online/