টাঙ্গন ডেস্ক:বান্দরবান পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের আর্মি পাড়াস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাংচুর করা হয়েছে।
১৩ জুলাই গভীর রাতে ককটেল ফুটিয়ে আতংক সৃষ্টি করে ভাংচুর চালায় দূর্বৃত্তরা।
সরেজমিনে দেখা গেছে, শহীদ জিয়া অফিসের দরজা ভেংগে টেবিল চেয়ার ভাংচুর করা হয়। অফিসের টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাংচুর করেছে দূর্বৃত্তরা। অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাংচুর করা হয়।
এলাকার কয়েকজন জানান, এলাকায় আতংক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিলো। অফিসটি দখল করার জন্যই এই ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন।
বিএনপি নেতা কর্মীরা জানিয়েছেন, গত কয়েক সাপ্তাহ যাবত এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা,কয়েকজন আওয়ামী ব্যাবসায়ী সংগঠিত হওয়ার গুনজন চলছিলো। তার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শক করেছেন।
বান্দরবান সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তদন্ত চলছে। দূর্বৃত্তরা পার পাবে না।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/