সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম কামুসহ ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা।
এ সময় তারা একাত্তরের রাজাকারেরা হুশিয়ার সাবধান বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে।