টাঙ্গন ডেস্ক: পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবি অবমাননা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা, জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা জাসাসের আহবায়ক মো.জাহিদুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/