টাঙ্গন ডেস্ক:রংপুরে একটি গ্যাস ফিলিং স্টেশন মেরামতের সময় বিস্ফোরণে মো. সোহাগ (৩৫) নামের এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সিও বাজার বিজিবির ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা ছুটে গিয়ে দেখতে পান ফিলিং স্টেশনটি সম্পূর্ণ উড়ে গেছে। বিস্ফোরণে আশপাশের বাড়ির কাঁচের জানালাগুলো ভেঙে যায় এবং রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে ইঞ্জিনিয়ার মো. সোহাগের মৃত্যু হয়।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, স্টেশনে গ্যাস না থাকায় তা মেরামতের কাজ চলছিল। মেরামতের সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/