টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজাসহ গ্রেফতার হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল মণ্ডলের পিতা সায়েব মণ্ডল (৬৫)।
রবিবার (২০ জুলাই) রাতে খানুবাড়ী এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতেও সায়েব মণ্ডলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২০০৮ ও ২০১৭ সালে দুটি মামলা ছিলো। সাইয়েব মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলমীগ হোসন বলেন, এটি একটি পারিবারিক ঘটনা, ছাত্রদল একটি সংগঠন হিসেবে কখনোই মাদকের পক্ষে নয়। দলের কেউ মাদকের সাথে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রাহণ করবো।
এই ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম বলেন, মাদকসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/