ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ করেছে আব্দুল আলী-নুরুন্নাহার ফাউন্ডেশন নামে একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (২ অক্টোবর) সকালে শহরের মুন্সিপাড়া এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে এই পোশাক বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আমেরিকান প্রবাসী আলহাজ্ব ফিরোজ হাসান তাঁর প্রয়াত বাবা জেলার বিশিষ্ট সমাজসেবী এডভোকেট আব্দুল আলী এবং মা নুরুন্নাহার বেগমের স্মৃতিতে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
এই ফাউন্ডেশন ইতিমধ্যেই জেলার দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদান, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, এতিম-দরিদ্রদের সহায়তায় নানা সমাজসেবামূলক কার্যক্রম করে আসছে।
ছাত্র-শিক্ষকদের মধ্যে এই পোশাক বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম, স্থপতি সাম্য হোসেন শান্ত, সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুসহ মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকগণ ও স্থানীয় মুসল্লীরা।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
medicine courier from India to USA: Medicine From India – Medicine From India
buying prescription drugs in mexico online: Rx Express Mexico – mexico drug stores pharmacies
indian pharmacy online: Medicine From India – indian pharmacy online shopping
Rx Express Mexico: Rx Express Mexico – mexico drug stores pharmacies
cheap canadian pharmacy online: Canadian pharmacy shipping to USA – the canadian drugstore