হিলি (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুর জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন, দিনাজপুর জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর জেলখানা ছাড়া কোন জায়গা হবে না। এ জেলায় বসবাস করতে হলে মাদক ছাড়তে হবে।
তিনি শনিবার দুপুরে (১৯ এপ্রিল) বিরামপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের সভাপতিত্বে পুলিশ সুপার মারুফাত হুসাইন আরো বলেন, ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হয়েছে। এখন নিজেদের পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওঃ আনোয়ারুল ইসলাম, থানা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, থানা যুবদলের সদস্য সচিব অ্যাড. মিঞা মোঃ শিরণ আলম, বণিক সমিতির সভাপতি মাওঃ আশরাফুল ইসলাম প্রমূখ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
canadian online pharmacy: Generic drugs from Canada – canadapharmacyonline
mexican online pharmacy: RxExpressMexico – mexican rx online
indian pharmacy online shopping: MedicineFromIndia – MedicineFromIndia
Rx Express Mexico: best online pharmacies in mexico – Rx Express Mexico