বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সাংস্কৃতিক চর্চা অব্যাহ রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে টাইগার নাট্যগোষ্ঠীর সদস্যরা সহ স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হারুন অর রশিদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান, এফডিসির অভিনেতা আব্দুর রউফ, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন, ঠাকুরগাঁও একাত্তর পত্রিকার সম্পাদক সোহেল রানা, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও টাইগার নাট্যগোষ্ঠীর সদস্য আব্দুল মোতাল্লিব সম্রাট , উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদ প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথের হয়ে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম স্মারকলিপি গ্রহন করেন, পরে তা ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি জমা দেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Your writing style is both engaging and informative. Well done!
canadian pharmacy world: canadian pharmacy prices – is canadian pharmacy legit
canadian pharmacy sarasota: Buy medicine from Canada – canadian pharmacy service
mexico pharmacies prescription drugs: Rx Express Mexico – medication from mexico pharmacy
Medicine From India: indian pharmacy – Medicine From India