টাঙ্গন ডেস্ক:বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া চুরি করা রাষ্ট্রীয় অর্থ উদ্ধার করতে দেশটি একজন আইনজীবী নিয়োগ করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউনূস বলেন, “যুক্তরাজ্য সরকার এই প্রচেষ্টায় ‘এক্সট্রিমলি সাপোর্টিভ’ বা অত্যন্ত সহযোগিতাপরায়ণ। এই বিষয়টি নিয়ে তারা যেভাবে দ্রুত সাড়া দিচ্ছেন, তার জন্য আমি অনেক শ্রদ্ধা জানাই।”
বিবিসি জানিয়েছে, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি দমন সমন্বয় কেন্দ্র (IACCC) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি তদন্তে সহায়তার সুযোগ খুঁজছে। এই সংস্থাটি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (NCA) তত্ত্বাবধানে পরিচালিত হয়।
তবে এনসিএ-র একজন মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক সহযোগিতার প্রকৃতি নিয়ে এনসিএ সাধারণত কোনো মন্তব্য করে না, কিংবা কোনো তদন্ত শুরু করেছে বা কোনো অংশীদারকে সহায়তা করছে কিনা—তা নিশ্চিত বা অস্বীকার করে না।”
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন উচ্চপর্যায়ের দুর্নীতির যে অভিযোগ আন্তর্জাতিক মহলে আলোচিত হয়ে আসছিল, এই উদ্যোগ তারই অংশ হিসেবে দেখা যেতে পারে।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/