টাঙ্গন ডেস্ক:শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের উল্লাস কাটিয়ে এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। সামনে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই লক্ষ্যে এরইমধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। ১৬ জুলাই ঢাকায় পৌঁছান পাকিস্তানি ক্রিকেটাররা।
সিরিজ শুরুর এক দিন আগেই আজ (শুক্রবার) সন্ধ্যায় মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। তার আগে অনুষ্ঠিত হয় টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন, যেখানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক,লিটন দাস ও সালমান আলী আগা।
সংবাদ সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি। হোটেল প্যানপ্যাসিফিকে আয়োজিত এই অনুষ্ঠানে হাসিমুখে ট্রফি হাতে ছবি তোলেন লিটন ও সালমান।
এই ট্রফির দখল নিশ্চিত করতে আগামীকাল (২০ জুলাই) শুরু হচ্ছে তিন ম্যাচের প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই,এবং শেষ ও তৃতীয় ম্যাচ ২৪ জুলাই।
উভয় দলের লক্ষ্য এখন একটাই,ট্রফি ঘরে তোলা।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/