টাঙ্গন ডেস্ক:মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে অভিষিক্ত পেসার সালমান মির্জার ডাবল আঘাতে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরে যান তানজিদ তামিম ও লিটন দাস-দুজনেই করেন ১ রান করে।
দুর্দশা কাটাতে ব্যাট হাতে হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও চারে নামা তাওহিদ হৃদয়। দুজন গড়েন ৭৩ রানের দারুণ এক জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও,ইমন তুলে নেন নিজের টানা দ্বিতীয় আন্তর্জাতিক ফিফটি। ৩৯ বলে ৫৬ রান করে তিনি থাকেন অপরাজিত। শেষদিকে জাকের আলির ১০ বলে অপরাজিত ১৫ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জয় আসে ২৭ বল হাতে রেখেই।
এই জয় লিটন দাসের অধিনায়ক হিসেবে টানা তৃতীয় জয়,যা তার নেতৃত্বে দলের আত্মবিশ্বাসেরই প্রতিফলন।
এর আগে,টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় টাইগারদের আগ্রাসী বোলিংয়ে। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে কাটা পড়েন সাইম আইয়ুব (৬)। শেখ মেহেদি হাসানের শিকার হন মোহাম্মদ হারিস। এরপর তানজিম সাকিব ফিরিয়ে দেন অধিনায়ক সালমান আগাকে। মোস্তাফিজুর রহমান তুলে নেন হাসান নাওয়াজকে।
পাকিস্তান ৪৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। কিছুটা লড়াই করেন ফখর জামান। তিনি ৩৪ বলে ৪৪ রান করেন। তবে তার বিদায়েই মূলত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।
শেষ ওভারে এসে নাটকীয়ভাবে অলআউট হয় দলটি। তাসকিন আহমেদের করা ওভারে প্রথম তিন বলে পড়ে যায় শেষ তিন উইকেট—ফাহিম আশরাফ ক্যাচ দেন মেহেদির হাতে,সালমান মির্জা রানআউট হন,আর আব্বাস আফ্রিদির ক্যাচ নেন লিটন। পাকিস্তান থামে মাত্র ১১০ রানেই, যা বাংলাদেশের বিপক্ষে তাদের ইতিহাসের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর। আগের রেকর্ড ছিল ১২৯ রান, ২০১৬ সালের এশিয়া কাপে।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে গড়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বনিম্ন রান দেওয়ার রেকর্ড।
সফরকারীদের এমন বিধ্বংসী পরাজয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর এখন টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতেই নামবে তারা।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/