টাঙ্গন ডেস্ক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ২০২৬ সালের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
তারেক রহমানের এই প্রস্তাবের জবাবে অধ্যাপক ইউনূস জানিয়েছেন, “যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায়, তবে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব।”
লন্ডনে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়, রমজানের আগে নির্বাচন আয়োজন করতে হলে সেই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি অর্জন করতে হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/