দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসুচী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এক ব্যাতিক্রী রাজনৈতিক কর্মসুচী চলছে। এ কর্মসুচী চালিয়ে যাচ্ছেন সাবেক যুবদল এবং বর্তমান বিএনপি নেতা ২০১৮ সালে সংসদীয় আসন দিনাজপুর ৫ এ প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এবারের মনোনয়ন প্রত্যাশি এস এম জাকারিয়া বাচ্চু। এ তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বশীল একটি সুত্র। এর ধারাবাহিকতায় তিনি ১০ মে শনিবার ফুলবাড়ীর শিবনগর ও খয়েরবাড়ী ইউনিয়ন থেকে মোটর সাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে প্রতিটি পাড়া মহল্লা প্রত্যন্ত পল্লীর হাট বাজার সম্পন্ন লোকালয় ও জনপদগুলিতে জনসংযোগ এবং পথসভা করেন। এমন ব্যাতিক্রমী দৃষ্টি নন্দন রাজনৈতিক কার্যক্রম তিনি জুলাই আগষ্ট বিপ্লব উত্তর পূর্ব চালিয়ে আসছেন বলে জানা গেছে। এসময় তার সাথে থাকা অন্যান্য বিএনপি ও যুবদল নেতাসহ তিনি নিজে ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা কর্মসুচীর লিফলেট পৌঁছে দেন। এ কর্মসুচী চলে বেলা ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত। উল্লেখ্য, সংশ্লিষ্ট ইউনিয়নের আমডুঙ্গির হাট ও খয়ের বাড়ী বাজারে দুটি পথ সভা জনসভায় রুপ নেয়। সেখানে ইউনিয়ন বিএনপি নেতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এসএম জাকারিয়া বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুবদল নেতা বাংলা একাডেমির সদস্য মাহাফিজুল ইসলাম মাসুম। অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির নেতা লিটন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।জাকারিয়া বাচ্চু বলেন,আমরা আগামীর সম্ভাবনাময় রাষ্ট্র নায়কের নির্দেশিত পথেই কাজ করে যাচ্ছি। ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশ সোনার বাংলায় পরিনত হবে। তিনি আরো বলেন, প্রায় ৪৫ বছর ধরে সংসদীয় এই আসনটি বিএনপির ধরা ছোয়ার বাইরে রয়েছে।
মাহফিজুল ইসলাম মাসুম বলেন,ফুলবাড়ী – পার্বতীপুরের উন্নয়ন করতে হলে আগামীতে ধানের শীষ তথা বিএনপি মনোনীত প্রার্থীকে সংসদে পাঠানোর বিকল্প নাই।
বিএনপি নেতা লিটন বলেন আমরা অসংখ্য হামলা মামলা খুন গুম নির্যাতনের শিকার হয়েছি ফ্যাসিষ্ট আমলে তাই সর্বশেষ ধৈর্যের পরিয় দিয়ে আমাদের কাজ করে যেতে হবে বিজয় পতাকা ওড়াতে।
পথসভাগুলির সার্বিক পরিচালনায় ছিলেন দিনাজপুর পলি টেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস সাবেক ছাত্র নেতা মাহফুজার রহমান মানিক।
সোহেল/টাঙ্গন টাইমস