ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঠাকুরগাঁ জেলা প্রশাসক ইশারাত ফারজানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতারসহ অনেকে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ে মোট ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সাড়ে ১১ লাখ টাকার উপকরণ বিতরণ করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/