নিউজ ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় গেলে তিনিও সেখানে যোগ দিতে পারেন।
এয়ার ফোর্স ওয়ন থেকে এএফপি-কে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, “আমি জানি না পুতিন সেখানে যাবেন কি না যদি আমি না যাই। তবে আমি জানি তিনি চান আমি সেখানে যাই—এবং সেটি এক ধরনের সম্ভাবনা। যুদ্ধ বন্ধ করা গেলে আমি অবশ্যই সে বিষয়ে ভাবব।”
তবে ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি পূর্বনির্ধারিত সফর অনুযায়ী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন, যা তার উপসাগরীয় সফরের শেষ গন্তব্য।
তুরস্ক সফর প্রসঙ্গে তিনি বলেন, “তাতে এটা বলা যায় না যে, আমি তা করব না—যদি অনেক জীবন বাঁচানো যায়।”
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যে শুক্রবার ইস্তাম্বুল সফরের পরিকল্পনা করেছেন। ট্রাম্প বলেন, “মার্কো যাচ্ছেন, আর তিনি বেশ কার্যকরভাবে কাজ করে আসছেন।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন—পুতিন না এলে সেটি বোঝাবে, মস্কো শান্তি চায় না।
যদিও পুতিন আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন, রাশিয়ার পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি তিনি তুরস্কে যাচ্ছেন কি না।
ট্রাম্প জানান, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুরুতে জেলেনস্কির ওপর চাপও সৃষ্টি করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তিনি প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন, কারণ রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/