ঠাকুরগাঁও প্রতিনিধি : “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দিবসটি উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন।
এরপর একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, দিনাজপুর প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শাহিদুল ইসলাম, কলকারখানার মালিক, চেম্বার অফ কমার্স, শ্রমিক সংগঠন, শ্রমিক ঐক্য পরিষদের সদস্যবৃন্দসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন কারখানা এবং প্রতিষ্ঠানে যে সবশ্রমিক আহত ও নিহত হন তারা যাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পর্যাপ্ত আর্থিক সুবিধা পান তা নিশ্চিত করার আহবান জানান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক শাহিদুর রহমান বলেন “কারখানা ও প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে কর্মতৎপরতা বাড়াতে হবে।
দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন, শ্রমিকদের যে কোন অভিযোগ ১৬৩৫৭ (টোলফ্রি) নাম্বারে ফোন করে জানানোর আহবান জানান, এছাড়াও শ্রমিকদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চিকিৎসা এবং শিক্ষা জন্যে আর্থিক সাহায্যের আবেদন করতে পরামশ প্রদান করেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন বলেন সকল কারখানার পরিবেশ শ্রমিক বান্ধব করে গড়ে তোলার জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ করেন এবং শ্রমিকদের নিজের সন্তানদের ৪র্থ বিল্পবের সহিত তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার পরামর্শ প্রদান দেন তিনি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/