ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের পর ফিল্মি কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে গত বুধবার (৭ মে) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের মাদারগঞ্জ বাজার এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) এএসআই রঞ্জু মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই (নিরস্ত্র) রঞ্জু মিয়া, সঙ্গীয় এএসআই মাইদুল ইসলাম ও কনস্টেবল ইউনুছকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সি.আর. মামলা নং ৭৮৭/২২ পরোয়ানাভুক্ত আসামী শাহজাহান ওরফে শাহজাহান মংলুকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আসামীকে নিয়ে মাদারগঞ্জ বাজারস্থ পাকা রাস্তায় পৌঁছালে আসামি পক্ষের লোকজন পুলিশের কাজে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও চিৎকার চেঁচামেচি শুরু করে।
এমন সময় মামলার আসামী সজল (২৫), হুমায়ুন (২২), রজমান (৫৫), বাদশা মিয়া (৩৫), শাহজাহান ওরফে শাহজাহান মংলু (৪১), আকতার (৪৮), আমিরুল ইসলাম (৫৫)সহ অজ্ঞাত ১৫-২০ জন দলবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই মাইদুল ইসলাম ও রঞ্জু মিয়া গুরুতর আহত হন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/