নিউজ ডেস্ক:আগামীকাল ১৭ মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, “টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যহীন ও আধুনিক সমাজ নির্মাণে অপরিহার্য।”
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’ তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকারি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের অংশ হিসেবে ‘নাগরিক সেবা’ কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি আরও জানান, ইউনিয়ন পর্যায়ে সেবা সম্প্রসারণ করা হচ্ছে এবং নারী উদ্যোক্তাদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ছাত্রীদের জন্য ‘শি-এসটিইএম’ ট্রেনিং চালু করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছাতে স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সংযোগও চালু হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, সকলের সম্মিলিত প্রয়াসে একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও সমতা-ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে ডিজিটাল সমতা নিশ্চিত হবে।”
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/