নিউজ ডেস্ক:আগামীকাল ১৭ মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, “টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যহীন ও আধুনিক সমাজ নির্মাণে অপরিহার্য।”
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’ তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকারি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের অংশ হিসেবে ‘নাগরিক সেবা’ কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি আরও জানান, ইউনিয়ন পর্যায়ে সেবা সম্প্রসারণ করা হচ্ছে এবং নারী উদ্যোক্তাদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ছাত্রীদের জন্য ‘শি-এসটিইএম’ ট্রেনিং চালু করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছাতে স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সংযোগও চালু হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, সকলের সম্মিলিত প্রয়াসে একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও সমতা-ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে ডিজিটাল সমতা নিশ্চিত হবে।”
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
clomid without rx where to buy clomiphene without dr prescription how to buy clomiphene without dr prescription clomiphene tablets for sale can you get generic clomid for sale can you get clomid without a prescription cost clomid prices