হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মাহাবুবুর রহমান, সেক্রেটারি আল-আমিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) ইউনিয়নের হাবিবুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার হলরুমে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা আমীর মোঃ আমিনুল ইসলাম, সহ অনেকে।
পরে সংগঠনের নিয়ম অনুযায়ী এবং সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মাহাবুবুর রহমান ও সেক্রেটারি আল-আমিন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, যুব বিভাগীয় সেক্রেটারী আব্দুর রাজ্জাক, শ্রমিক বিভাগীয় সেক্রেটারী ইব্রাহীম, ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন, পেশাজীবী সেক্রেটারী ওবায়দুল ইসলাম প্রমুখ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Medicine From India: Medicine From India – top 10 online pharmacy in india
mexico pharmacies prescription drugs: mexico pharmacy order online – mexico drug stores pharmacies
MedicineFromIndia: medicine courier from India to USA – indian pharmacy