নিউজ ডেস্ক:মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। মামলার বাকি তিন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সরকারপক্ষের বিশেষ কৌঁসুলি এহসানুল হক সমাজী জানান, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের সাক্ষ্যে হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তিনি বলেন, “আশা করেছিলাম, ন্যায়বিচার নিশ্চিত হবে, সেটাই হয়েছে।”
ঘটনাটি ঘটে চলতি বছরের ৬ মার্চ, যখন শিশুটি বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরদিন অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে ১৩ এপ্রিল চার্জশিট দাখিল করা হয় এবং ২০ এপ্রিল আদালত তা গ্রহণ করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের ফলে মৃত্যুজনিত অভিযোগ (৯(২) ধারা) আনা হয়। তবে শিশুটির বোনের স্বামী, ভাশুর এবং শাশুড়ির বিরুদ্ধে আনা সহায়তা ও আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পান।
মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল এবং যুক্তিতর্ক শেষ হয় ১৩ মে। আদালতের এই রায়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
https://slotbet.online/
where to get clomiphene can you buy clomid for sale cost clomiphene without insurance clomiphene price cost of clomid without insurance how to get clomid pill how to buy clomiphene tablets